Probondo

Kitab


আল কুরআনের অভিনবত্ব স্বীকার করে নিয়ে অমুসলিম গবেষকদের উক্তি

কুরআন এর নাযিলের পর থেকে মানবজাতির জন্যে পথনির্দেশ পাবার একমাত্র নির্ভুল গ্রন্থ। সত্য সকল নিষ্ঠাবান মুসলিমের পাশাপাশি অনেক অমুসলিম গবেষকও স্বীকার করেগেছেন। এখানে এমন কিছু উক্তি দেওয়া হলো। মনে রাখতে হবে প্রত্যেকেই তার নিজস্বদৃষ্টিভঙ্গি থেকে কুরআনকে বিবেচনা করেছেন।
স্যার ডায়মন্ড বার্সকুরআনের বিধানাবলী শাহানশাহ থেকে শুরু করে পর্ণকুটিরেরঅধিবাসী পর্যন্ত সকলেরই জন্যেই সমান উপযোগী  কল্যাণকর। দুনিয়ার জন্য কোনব্যাবস্থায় এর বিকল্প খুঁজে পাওয়া একবারেই অসম্ভব।
আর্নেস্ট রিনান: “কুরআন নির্ভুল বইয়ে কোন রদবদল ঘটেনি। আর যখনইকুরআন শুনবেন আপনি ম্পন্দিত হবেন। আর আপনি এর বিধানগুলো যতই পর্যালোচনাকরবেন ততই একে সম্মান করতে থাকবেন।
লিও টলস্টয় বিখ্যাত রুশ দার্শনিকআমি কুরআন পড়বার পর বুঝলাম মানবতারজন্যে এই আসমনী বিধানাবলীই দরকার” তিনি আরো বলেন, “কুরআনের বিধিবিধান সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে কারণ এটা মন-মানসযুক্তি  প্রজ্ঞার সাথে সংগতিপূর্ণ
গীবন বলেছেন, “জীবনের প্রতিটি শাখার কার্যকরী বিধান কুরআনে মওজুদ রয়েছে

মাইকেল এইচ হার্ট: “ কুরআন ছাড়া ইতিহাসে এমন দ্বিতীয় বই নেই যেটা কোনসংশোধন ছাড়াই নিজস্ব ভাষা দিয়েই পূর্ণাঙ্গ
জেইমস জেন্জজ্যোতির্বিদআমি সাক্ষ্য দিচ্ছি, “কুরআন ঈশ্বর কতৃক নাযিলকৃতগ্রন্থ
অধ্যাপক আইরিন বার্গঅসলো বিশ্ববিদ্যালয়সন্দেহাতীতভাবে কুরআনসর্বশক্তিমান ঈশ্বর থেকেই প্রদত্ত
মরিস বুকাইলি: “এটা অসম্ভব যে মুহাম্মাদ সানিজেই এই বই রচনা করেছেন,..কীভাবে তিনি বৈজ্ঞানিক বিষয়াবলী কোন ভুল না করেই ঘোষণা করেছেন যা আর কেউপারেনি?”
ইউশিদো কোজান-জাপানী প্রফেসরআমি কুরআনকে ঈশ্বরের সত্য বাণী হিসেবেমেনে নিতে কোন জটিলতা দেখিনা
১০আলবার্ট আইনস্টাইন: কুরআন হচ্ছে কিছু বিধানের সমষ্টি যেগুলো মানুষকে সঠিকপথনির্দেশনা দেয় আর তা এমনভাবে যে সকল মহান দার্শনিকগণই এটা স্বীকার না করেপারেননা।
১১উইল ডোরান্ট: ”কুরআনের ধর্মীয় সমাধান পার্থিব দিকের সমাধানও বটে আর এরসবকিছুই আল্লাহ কতৃক নাযিলকৃতএতে রয়েছে বিধানাবলী যেমন ভালো আচরণস্বাস্হ্য,বিবাহতালাকশিশু,দাস  প্রাণীদের সাথে আচরণের নীতিমালাবাণিজ্যরাজনীতি,অবৈধ মুনাফাঋণচুক্তিশিল্পসম্পদশাস্তিযুদ্ধ এবং শান্তি বিষয়ক
১২পিএইচ করবিন: ”মুহাম্মাদ সাযদি কুসংস্কারাচাছান্ন হতেন আর কুরআন যদি ওহীনা হতো তাহলে তিনি মানুষকে বিজ্ঞানের প্রতি আমন্ত্রণ জানাতে সাহস পেতেননা…”
১৩জর্জ বার্নাডএকদিন ইউরোপ এই ধর্ম (ইসলামকে  মুহাম্মাদ সাএর বইটিকেগ্রহণ করে নিবে
১৪মহাত্মা গান্ধীকুরআন শেখার মাধ্যমে প্রত্যেকেই ঐশী  ধর্মীয় গূঢ জ্ঞান অর্জনকরবে। আমরা কুরআনে অন্য ধর্মকে পরিবর্তনের মত কোন বাধ্যবাধকতা দেখিনা। এইগ্রন্থ সাবলীলভাবে বলেছে, ‘ধর্মে কোন জবরদস্তি নেই’”
১৫ডক্টর অসওয়েল জনসন, “ কুরআনের প্রজ্ঞাময় বিধানাবলী এতই কার্যকরী এবংসর্বকালের উপযোগী যে সর্বযুগের দাবীই উহা পূরণ করতে সক্ষম। কর্ম কোলাহলপূর্ণ নগরী,মুখর জনপদশুণ্য মরুভূমি এবং দেশ হতে দেশান্তর পর্যন্ত সব জায়গায়  বাণী সমভাবেধ্বনিত হতে দেখা যায়।
কুরআনের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্যে কুরআনই যথেষ্টতাদের উক্তির প্রয়োজনীয়তাসে জন্যে দরকার নেই। তবে তাদের উক্তি হয়তো অন্য সংশয়বাদীদেরকে সত্যচিনতে সাহায্য করবে