Probondo

Kitab


আমাদের ওয়েবসাইটের নীতিমালা।

আমাদের উদ্দেশ্য:

১. মুসলিম ও অমুসলিমদের মাঝে ইসলামের সঠিক ধারণা প্রদান করা ।
২. তাওহীদের প্রচার ও শিরক-বিদআত দূর করা ।
৩. ইসলামের নামে ভ্রান্ত মতবাদ,বিজাতীয় মতবাদ,কুসংস্কার,অপসংস্কৃতি, অপব্যাখ্যা দূর করা ।
৪. অমুসলিমদের মাঝে ইসলামে আহবান পৌছানো।
৫. মুসলিমদেরকে সঠিক আক্বীদায় একীভূত করা।
৬. মুসলিমদেরকে সঠিক ঈমান ও আমলের দিকে আহবান।
৭. মুসলিম মনিষীদের গুরুত্বপূর্ণ লেখার অনুবাদ প্রকাশ।
৮. বাংলা ভাষায় ইসলামী প্রবন্ধ,নিবন্ধ, বই,অডিও,ভিডিও লিফলেট পূণর্মূল্যায়ণপূর্বক প্রকাশ করা।

                                     বিশেষ নীতিমালা:

১. এই ওয়েবসাইট কোন বিশেষ দল, মত বা সংগঠনের সাথে সংশ্লিষ্ট নয়।
২. এখানকার উপাদানগুলোর উদ্দেশ্য ইসলামের দাওয়াত ও ইসলাহ ( সংশোধন)।
৩. এই ওয়েবসাইটের পোস্টগুলো বিভিন্ন লেখকের লেখা। তাই সব পোস্টের দৃষ্টিভঙ্গি আমাদের সাথে নাও মিলতে পারে। শুধু দাওয়াত দানই উদ্দেশ্য।
৪.কারও অনৈতিক কার্যকলাপ ও মন্তব্যের জন্য ওয়েবসাইট কতৃপক্ষ দায়ী নয়। সমস্যা হলে আমাদের জানান।
৫. ওয়েবসাইটের যে কোন উপাদান কোনরুপ পরিবর্তন না করে প্রচার বা প্রকাশ করতে পারেন।
৬. ওয়েবসাইট সম্পর্কিত যেকোন মন্তব্য, পরামর্শ, অভিযোগ,সমালোচনা নিম্নের ইমেইল ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। আমাদের সাথে। যোগাযোগ করতে। 

Email :  tawhidimuslimbd@gmail.com