Probondo

Kitab


সালাতে রফ্উল ইয়াদাইন বা হাত উত্তলন একটি প্রসিদ্ধ সুন্নাহ ।



সালাতে রফ্উল ইয়াদাইন বা হাত উত্তলন একটি প্রসিদ্ধ সুন্নাহ যা আমাদের নাবী(সঃ) ও অসংখ্য সাহাবী(রা) এর আমল এবং অনেক হানাফী আলেমদের আমল ও বক্তব্য দ্বারা প্রমাণিত, আসুন আমরা জেনে নেই ইনশা আল্লাহ্‌
আব্দুল্লাহ ইবনু উমার(রা) থেকে বর্ণিত। তিনি বলেন আমি রাসুল(সঃ) কে দেখেছি তিনি যখন সালাতে জন্য দাডাতেন তখন উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন(অর্থাৎ তাকবিরে তাহরিমার সময়), এবং যখন তিনি রুকুর জন্য তাকবির বলতেন তখনও এরুপ করতেন এবং যখন রুকু হতে মাথা উঠাতেন তখনও এরুপ করতেন (অর্থাৎ তার উভয় হাত কাঁধ পর্যন্ত উঠাতেন)। তার অপর বর্ণনায় এটাও আছে যে যখন রাসুল(সঃ) দ্বিতীয় রাকাত হতে (তৃতীয় রাকাতের জন্য) দাডাতেন তখনও দু'হাত(কাঁধ বরাবর) উঠাতেন।

দলিলঃ ইমাম বুখারি তার আযান আধ্যায়ে এই হাদিসটি উল্লেখ করেন হাদিস নং ৭৩৬, এছাডা মুসলিম ১৬৮ পৃষ্ঠায়, আবু দাউদ ১ম খণ্ড ১০১৪,১০৫ পৃষ্ঠায়। তিরমিযি ১ম খণ্ড ৫৯ পৃষ্ঠায়। নাসাই ১৪১, ১৫৮, ১৬২ পৃষ্ঠায়।ইবনু খুযায়মাহ ৯৫,৯৬ পৃষ্ঠায়, মেশকাত ৭৫ পৃষ্ঠায়। ইবনে মাজাহ ১৬৩ পৃষ্ঠায়। হিদায়া দিরায়াহ ১১৩-১১৫ পৃষ্ঠায়। বুখারি আধুনিক প্রকশনি ১ম খণ্ড হাদিস নং ৬৯২, ৬৯৩, ৬৯৫।বুখারি ইসলামিক ফাউন্ডেশন ১ম খণ্ড হাদিস নং ৬৯৭-৭০১-৭০২ অনুচ্ছেদ। বুলুগুল মারাম ৮১ পৃষ্ঠায় ...
রফুউল ইয়াদাইন হাদিসের রাবীর সংখ্যা আশায়ারে মুবাশশারাহ সহ অন্যূন ৫০ জন সাহাবি (ফিকহুস সুন্নাহ ১/১০৭, ফাতহুল বারী ২/২৫৮) এবং সর্বমোট সাহিহ হাদিস ও আসারের সংখ্যা অন্যূন ৪০০ শত।
ইমাম সুয়ুতী রাফউল ইয়াদাইন এর হাদিসকে মুতাওয়াতির পর্যায়ের বলে মন্তব্য করেছেন।
প্রখ্যাত হানাফি আলেম শায়খ আবুতালিব মাক্কী (রহ) তার কুতুল কুলুব নামক গ্রন্থে সালাতের সুন্নাহ বর্ণনা করতে গিয়ে বলেন "রুকুতে যাওয়ার সময় রাফুঊল ইয়াদাইন করা এবং তাকবির বলা সুন্নাত। তারপর সামিয়াল্লাহু লিমান হামিদাহ বলে রাফুউল ইয়াদাইন করা সুন্নাহ"(কুতুল কুলুব ৩/১৩৯)।
কাযী ছানাউল্লাহ পানিপত্তি(রহঃ) বলেনঃ'বর্তমান সময়ে অধিকাংশ আলেমদের দৃষ্টিতে রাফয়ে ইয়াদাইন সুন্নাহ।'(মালা বুদ্দা মিনহু পৃষ্ঠা ৪২,৪৪)।
আবু হানিফা রাহিমাহুল্লাহ এর ছাত্র ইমাম আবু ইউসুফ এর শাগরিদ এছাম ইবনু ইউসুপ তিনি রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠার সময় দু'হাত উঠাতেন" (আল ফাওয়ায়েদুল বাহিয়্যাহ ১১৬ নূর মোহাম্মাদ প্রেস)।
আল্লামা আব্দুল হাই লক্ষনোবি (রহঃ) বলেনঃ'নাবী(সঃ) থেকে রফয়ে ইয়াদাইন এর প্রমান বেশী এবং ওগ্রাধিকার যোগ্য' (আত্তালীকুল মুমাজ্জাদ ৯১ পৃষ্ঠা) তিনি আরো বলেন "সত্য কথা হল রুকুতে যাওয়ার এবং রুকু থেকে মাথা উঠানোর সময় রাফুল ইয়াদাইন করা রাসুল(সঃ) এবং অনেক সাহাবি(রাঃ) থেক শক্তিশালী সানাদে এবং সাহিহ হাদিস দ্বারা প্রমাণিত" (আসসিয়ায়াহ ১/২১৩)।
হাদিস জগতের শ্রেষ্ঠ ইমাম বুখারি জুযউর রাফইল ইয়াদাইন নামক গ্রন্থে প্রায় ১৯৮টী হাদিস এই রাফুল ইয়াদাইন এর প্রমান করেন যে এটা নাবী(সঃ) এর সুন্নাহ।
মহান আল্লাহ্‌ আমাদের বক্ষকে প্রশস্ত করে দিন যেন আমরা প্রতিটি সুন্নাহকে আক্রে দরতে পারি এবং আমলে পরিণত করতে পারি ইনশা আল্লাহ্‌। আমীন যাজাকাল্লাহু খাইরান।
দলিল গুলো সংগৃহীত করা হয়েছে মুত্তাফাকুন আলাইহির কিতাব থেকে