গুনাহ্’র চিকিৎসা
প্রিয় পাঠক! যারা গুনাহ্ নামের কঠিন রোগে ভুগছেন। যারা গুনাহ্’র সাগরে লাগাতার হাবুডুবু খাচ্ছেন। যারা সর্বদা যে কোন বিপদাপদে নিমজ্জিত রয়েছেন। যারা দুর্বিষহ চিন্তা ও বিষণ্নতায় কাহিল হয়ে পড়েছেন। যারা বিপদে পড়ে এ সুপ্রশস্ত দুনিয়াকেও অতি সঙ্কীর্ণ মনে করছেন। যারা চিন্তার বোঝা সইতে না পেরে দীর্ঘ ঊর্ধ্বম্বাস ছাড়ছেন। যারা দীর্ঘ দিন থেকে সত্যিকারের শান্তি অনেক খোঁজাখুঁজি করেও কিছুতেই তা হাতের নাগালে পাচ্ছেননা। যারা রিযিকের ভয়াবহ সঙ্কটে নিমজ্জিত। যারা টাকা-পয়সার অভাবে নিজের ছেলে-সন্তানকে নিয়ে পেট ভরে দৈনিক দু’ বেলা খাবারও খেতে পারছেননা। যারা দীর্ঘ দিন থেকে ছেলে-সন্তানের বাবা হওয়ার এক অবিশ্বাস্য দুঃসপ্ন নিজের অন্তরের গহিনে পোষণ করে চলছেন। যাদের একটার পর আরেকটা রোগ মাসকে মাস, বছরকে বছর লেগেই রয়েছে। তাদের সকলের জন্য রয়েছে একটি অত্যাশ্চর্য মহৌষধ। তার নাম হলো ইস্তিগফার তথা আল্লাহ্ তা’আলার নিকট নিজ গুনাহ্’র জন্য ক্ষমা প্রার্থনা করা। আর এ ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য গুনাহ্’র চিকিৎসা নামক বইটি পিডিএফ ভার্ষণে পেতে এখানে ক্লিক করুন।