Probondo

Kitab


ইসলামিক সফটওয়্যার – মাকতাবা শামিলা


মাকতাবা শামিলা কী?
মাকতাবা শামিলা একটি সুসমৃদ্ধ ও সুবিশাল ডিজিটাল গ্রন্থগার। মধ্যপ্রাচ্যভিত্তিক দাওয়া-সহায়তা সংস্থা আল-মাকতাব আত-তাআউনী লিদ-দাওয়া বির-রওযার স্পন্সরকৃত স্থায়ী সাদাকা হিসেবে মুক্ত, সহজলভ্য ও সুবিধাপূর্ণ একটি গ্রন্থগার সফটওয়্যার। গবেষক ও জ্ঞানান্বেষণেচ্ছুদের জন্য ইসলামি জ্ঞান-সম্পদকে সার্বজনীনভাবে উন্মুক্ত করে দেওয়াই এই গ্রন্থগারের উদ্দেশ্য। তবে আহলে সুন্নত ওয়াল জামায়াতের মতাদর্শ-পরিপন্থী কোনো ক্ষেত্রে এর ব্যবহার অনুমোদিত নয়।
মাকতাবা শামিলার বৈশিষ্ট্য
  • এটি সহজলভ্য ও বিনামূল্যে পাওয়া যায়,
  • এটি মুক্ত, ব্যবহারকারীর জন্য সম্পাদনা উপযোগী এবং সবধরনের টেক্স ফাইল গ্রহণ করে।
  • উন্নত সার্চ-সমৃদ্ধ ও ব্যবহার-বান্ধব।
  • এতে আছে কুরআন, তাফসীর, হাদীস, শুরুহুল হাদীস (হাদীসের ব্যাখ্যা), ফিকহ, উসূলে ফিকহ, ফাতাওয়া, উলূমুল হাদীস, ইতিহাস, ভূগোল, জীবনীসহ প্রায় সকল প্রামাণ্য গ্রন্থ।


 অফিসিয়াল সংস্করণ (৬১১১টি কিতাবসমৃদ্ধ) ডাউনলোড (সাইজ: ২ জিবি)
আইএস ফাইল
টরেন্ট যোগে ডাউনলোড
ডাউনলোড (একক ফাইল)
ডাউনলোড (খণ্ড ফাইল)
সফটওয়্যার সংস্করণ (কিতাববিহীন) ডাউনলোড (সাইজ: ২০ এমবি)
ব্যবহারবিধি
  • প্রথমে উপর্যুক্ত যেকোনো উপায়ে ফাইলসমূহ ডাউনলোড করে নিন।
  • অতঃপর 7-zip বা অনুরূপ কোনো সফটওয়্যার দ্বারা সঙ্কোচিত ফাইলসমূহ খুলুন, দেখতে এমনটিই ফাইলসমূহ পাবেন:


'আপনিও হোন ইসলামের প্রচারক' 
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে 
আপনি Facebook, Twitter, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]