Probondo

Kitab


নূরানী কুরআন (কলকাতার ফন্ট)


প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না
রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-
আপনারা অনেকেই কলকাতার ফন্টের আরবি কুরআন খুজছিলেন আমাদের ওয়েবসাইটে। কিছু ভাইয়ের উদ্যোগের কারনে এই কুরআনের স্ক্যানের কাজ সম্পূর্ণ হয়েছে। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুক। আমিন
ইন্টারনেটে সাধারণত যেইসব কুরআন পাওয়া যায়, তা সৌদি ফন্ট (উসমানী ফন্ট) প্রিন্ট করা থাকে। বাংলাদেশের অনেকেই আছেন যারা ঐ ফন্টে কুরআন পড়তে পারেন না। আসা করি এখন আর সমস্যা হবে না।
তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে। আল-কুর’আন সম্পুর্ণ মানব্জাতির জন্য পথপ্রদর্শক স্বরূপ যার মাঝে আপনিও অন্তর্ভুক্ত, প্রিয় বন্ধু। যেহেতু আমরা কেউই পথভ্রষ্ট হতে চাইনা, তাই এটা আমাদের জন্য অপরিহার্য যে আমরা কুর’আন সুধু তিলাওয়াতই করবনা বরং তা বুঝব এবং সেইসাথে নিজেদের জীবনে প্রয়োগ করব।
রাসূল -সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-আমাদেরকে শ্রেষ্ঠ হবার একটি সহজ পদ্ধতি শিখিয়ে গেছেনঃ “তোমাদের মাঝে শ্রেষ্ঠ হল যে নিজে কুর’আন শিখে এবং অন্যকে শেখায়।” (আল-বুখারী)
অতএব, আসুন, কুর’আন নিজে শিখুন এবং অন্যকে শিখান, নিজেকে শ্রেষ্ঠ মুসলিমদের একজন হিসেবে গড়ে তুলুন ইনশাআল্লাহ। অর্থ সহ কুরআন ডাউনলোড করুন  Download