আব্দুর রাহমান ইবন আব্দুল আযিয আস-সুদাইস (Arabic: عبد الرحمن السديس (ʻAbdur-Rahman ibn ʻAbdul al-Aziz as-Sudais) ১৯৬০ সালে সৌদি আরাবের রিয়াদ শহরে জন্ম গ্রহন করেন।বর্তমানে তিনি সৌদি আরাবের প্রধান মাসজিদের( মসজিদ আল হারাম) ইমাম হিসেবে কর্মরত আছেন। তিনি ১৯৮৩ সালে রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী শারিয়াহ এর উপর অনার্স এবং ইসলামের মূলনীতিমালার উপর ইমাম মুহাম্মাদ বিন সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারিয়া কলেজ থেকে মাস্টার্স এবং ইসলামী শারিয়া এর উপর ১৯৯৫ সালে উম্মুল কুড়া বিশ্ববিদ্যালয় থেকে তার PHD. সম্পন্ন করেন, এবং একই সাথে তিনি রিয়াদ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসাবে কর্তব্যরত ছিলেন।
এইখানে ক্লিক করে সব ফাইল একসাথে ডাউনলোড করুন। [ 1.2 GB ]
সংক্ষিপ্ত বর্ণনাঃ কুরআনে কারিমের সহজ সরল বাংলা অনুবাদের এই সিডিটি আপনাদের জন্য পেশ করেছে কুরআনের আলো পাবলিকেশন্স। এই সিডিতে কুরআন তেলাওয়াত করেছেন মক্কায় অবস্থিত মাসজীদ আল হারাম এর ইমাম, শেইখ সাউদ আস সুরাইম । বাংলা অনুবাদ করেছেন বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন। এবং বাংলা অনুবাদে কন্ঠ দিয়েছেন জায়েদ ইকবাল।
অথবা নিচে থেকে বেছে বেছে আপনার পছন্দ মতন সুরাহ ডাউনলোড করুনঃ
|
|
|