~~ ছালাতে বৈঠকে বসে শাহাদাত আঙ্গুল নাড়ানো ~~
2. ওয়ায়েল ইব্ন হুজর হতে বর্ণিত, “আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি বৃদ্ধা ও মধ্যমা আঙ্গুলি দ্বারা হালকা (গোলাকৃতি) বানিয়েছেন এবং শাহাদাত আঙ্গুলি উপরে উঠিয়েছেন, এর দ্বারা তিনি তাশাহুদে দোয়া করতেন”। [ইব্ন মাজাহ: (৯১২)]
3. ইব্ন ওমরের হাদিসে আছে: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদে বসতেন বাম হাত বাম রানের উপর ও ডান হাত ডান রানের উপর রাখতেন, তিপ্পান্ন গণনার ন্যায় (ডান) হাতে মুষ্টি বানাতেন ও শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতেন।
[মুসলিম, ২য় খণ্ড, অনুচ্ছেদ-২১, হাদীস নং-১১৯৮]
4. আব্দুল্লাহ ইব্ন জুবায়ের থেকে বর্ণিত হাদিসে আছে: “নবী (সা) যখন তাশাহুদে বসতেন বাম হাত বাম রানের উপর রাখতেন ও শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করতেন। তার দৃষ্টি ইশারা অতিক্রম করত না”। [নাসায়ি: (১২৭৫), সহিহ সুনানে নাসায়ি: (১/২৭২)]
"
"
[এছাড়াও নিচের হাদিসগুলো দেখতে পারেন- নাসাঈ, ২য় খণ্ড, ১১৬৩, ১১৬৪, মুসলিম, ২য় খণ্ড, অনুচ্ছেদ-২১, হাদীস নং-১১৯৫, ১১৯৬, ১১৯৯, ১২০০ আবুদাউদ, ২য় খণ্ড, অনুচ্ছেদ-১৯২, হাদীস নং-৯৮৭, ৯৮৮, ৯৮৯, ৯৯০, ৯৯১]