Probondo

Kitab


প্রশ্ন : ছালাতে বৈঠকে বসে শাহাদাত আঙ্গুল নাড়ানোর প্রমান ।


~~ ছালাতে বৈঠকে বসে শাহাদাত আঙ্গুল নাড়ানো ~~

1. আব্দুল্লাহ ইব্‌ন ওমরের হাদিসে আছে: “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে বসতেন, তখন তিনি ডান হাতের কব্জি ডান রানের উপর রাখতেন। সকল আঙ্গুল মুষ্টিবদ্ধ করে রাখতেন এবং বৃদ্ধাঙ্গুলি সংলগ্ন (শাহাদাত) আঙ্গুল দ্বারা ইশারা করতেন, আর বাম হাতের কব্জি বাম রানের উপর রাখতেন।" [মুসলিম, ২য় খণ্ড, অনুচ্ছেদ-২১, হাদিস নং-১১৯৭ ]

2. ওয়ায়েল ইব্‌ন হুজর হতে বর্ণিত, “আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি বৃদ্ধা ও মধ্যমা আঙ্গুলি দ্বারা হালকা (গোলাকৃতি) বানিয়েছেন এবং শাহাদাত আঙ্গুলি উপরে উঠিয়েছেন, এর দ্বারা তিনি তাশাহুদে দোয়া করতেন”। [ইব্‌ন মাজাহ: (৯১২)]


3. ইব্‌ন ওমরের হাদিসে আছে: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদে বসতেন বাম হাত বাম রানের উপর ও ডান হাত ডান রানের উপর রাখতেন, তিপ্পান্ন গণনার ন্যায় (ডান) হাতে মুষ্টি বানাতেন ও শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতেন।
[মুসলিম, ২য় খণ্ড, অনুচ্ছেদ-২১, হাদীস নং-১১৯৮]


4. আব্দুল্লাহ ইব্‌ন জুবায়ের থেকে বর্ণিত হাদিসে আছে: “নবী (সা) যখন তাশাহুদে বসতেন বাম হাত বাম রানের উপর রাখতেন ও শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করতেন। তার দৃষ্টি ইশারা অতিক্রম করত না”। [নাসায়ি: (১২৭৫), সহিহ সুনানে নাসায়ি: (১/২৭২)]
"
"
[এছাড়াও নিচের হাদিসগুলো দেখতে পারেন- নাসাঈ, ২য় খণ্ড, ১১৬৩, ১১৬৪, মুসলিম, ২য় খণ্ড, অনুচ্ছেদ-২১, হাদীস নং-১১৯৫, ১১৯৬, ১১৯৯, ১২০০ আবুদাউদ, ২য় খণ্ড, অনুচ্ছেদ-১৯২, হাদীস নং-৯৮৭, ৯৮৮, ৯৮৯, ৯৯০, ৯৯১]